+8801964-000067-68, www.facebook.com/IBITBD, www.facebook.com/IBIT61018        ibitsylhet2012@gmail.com

ভর্তি চলছে !! ভর্তি চলছে !! ভর্তি চলছে ! ! ৪ বছর মেয়াদি, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সিদ্ধান্ত নেয়ার এখনই সময় - আমাদের রয়েছে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ৩টি বিভাগ, ২০২৩-২০২৪ সেশনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল) কোর্সে ভর্তি চলছে !! যোগ্যতা : এসএসসি/সমমান। ফোন +৮৮০২৯৯৬৬৪৩৩৮৩, +৮৮০১৯৬৪০০০০৬৭-৬৮ ৩টি বিভাগ # সিভিল # ইলেকট্রিক্যাল # কম্পিউটার - ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি - নেওয়া কর্নার (৩য়, ৪র্থ ও ৫ম তলা), হুমায়ুন রশিদ চত্বর, দক্ষিণ সুরমা, সিলেট। ফোন: ০২৯৯৬৬৪৩৩৮৩, মোবাইল: ০১৮৭৭২৭৮৪২৭, ০১৯৬৪-০০০০৬৭, ০১৯৬৪-০০০০৬৮ Email: ibitsylhet2012@gmail.com Web Site: www.ibitsylhet.edu.bd Like us: www.facebook.com/IBITBD - www.facebook.com/IBIT61018 Phone: 02996643383, Mobile: 01964-000068, 01964-000067, 01877278427 # ২০২৩-২০২৪ ইং সেশনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল) কোর্সে ভর্তি চলছে ! যোগ্যতা : এসএসসি/সমমান। ফোন - ০২৯৯৬৬৪৩৩৮৩, ০১৯৬৪-০০০০৬৭, ০১৯৬৪-০০০০৬৮, 01877278427

প্রতিষ্ঠানের ইতিহাস

আইবিআইটির পরিচিতি

আইবিআইটি মানব সেবামূলক ও অলাভজনক একটি প্রতিষ্ঠান যা কারিগরি শিক্ষার জগতে এক ভিন্ন দিগন্ত ও অনন্য নাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর অধীনে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন নিয়ে ১৯৯৯ সালে সিলেট মহানগরী থেকে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে দেশব্যাপী কারিগরি জ্ঞান সম্পন্ন যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক তৈরীর জন্য প্রতিষ্ঠানটির ছয়টি ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তীতে ২০০২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের অনুমোদন নিয়ে ছাত্র-ছাত্রীদের গুণগত ও মানসম্পন্ন শিক্ষা প্রদান করে দেশব্যাপী যথেষ্ঠ জনপ্রিয়তা, আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে প্রশংসিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার পাশাপাশি নৈতিক বিষয়ক মৌলিক জ্ঞান লাভ করে থাকে। বর্তমানে এ প্রতিষ্ঠানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করা হচ্ছে। এছাড়া বর্তমান যুগের উপযোগী নতুন নতুন কোর্স চালু করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আইবিআইটির লক্ষ্য ও উদ্দেশ্য : দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার জন্য সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরী করা এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

নোটিশ
ক্যালেন্ডার
April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
teentube18.vip