আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ “এসো মিলি বন্ধুত্বের আহ্বানে”
জীবনের তাগিদে, সময়ের স্রোতে বন্ধুরা আজ
কেউই কাছাকাছি নেই। প্রকৃতির খুব স্বাভাবিক নিয়মে
আমাদের যোগাযোগ নেই বললেই চলে।
অথচ, আমরাই একসময় আমাদের প্রিয় বন্ধুদের সাথে
কলেজের দিনগুলোতে, ক্লাসের ফাঁকে কত আনন্দ করেছি, আড্ডা দিয়েছি তার ইয়ত্তা নেই। আজ সেসব যেন শুধুই স্মৃতি।
আমাদের সেই স্মৃতিকে আরোও একবার তাজা করে তুলতে,
কলেজ জীবনের সেই রঙ্গীন মুহুর্তগুলোকে আরোও একবার সজীব করে তুলতে আইবিআইটি, সিলেট আয়োজন করতে যাচ্ছে প্রাক্তন সকল কর্মকর্তা-কর্মচারী ও 2002 থেকে 2023পর্যন্ত কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মিলন-মেলা উৎসব “এসো মিলি বন্ধুত্বের আহ্বানে”।
জীবনের সকল ব্যাস্ততাকে পেছনে ফেলে, ইট পাথর আর কোলাহলের এই যান্ত্রিক শহর ছেড়ে আমরা ফিরে যাবো আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাসে। আমাদের প্রিয় সেই কলেজের ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে আমরা আবারো হারিয়ে যাবো আমাদের পুরোনো দিনে, আমাদের বন্ধু এবং আমাদের প্রিয় শিক্ষকদের কাছে।
প্রাণের টানে সকল বন্ধুদেরকে আরোও একবার নিজেদের বুকে টেনে নিতে এই মিলনমেলার উৎসবে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।
অনুষ্ঠানের সকল গুরুত্বপূর্ণ আপডেট যথাসময়ে এই গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আপনার সাথে যোগাযোগ রয়েছে এমন সবাইকে এই গ্রুপে যুক্ত করে দিন এবং সকলেই রেজিষ্ট্রেশন করে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
উক্ত অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে নিম্নোক্ত নির্দেশিকা অনুসরণ করুন।
রেজিষ্ট্রেশন ফিঃ ৬১০ টাকা (প্রতি জন)।
ফর্মে উল্লেখিত বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর বিকাশ ট্রানজেকশন আইডি রেজিস্ট্রেশন ফর্মের নির্ধারিত স্থানে এন্ট্রি করে এবং অন্যান্য সকল তথ্য সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করুন।
স্থানঃ জাকারিয়া সিটি, সুরমাগেট, সিলেট।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২০ ফেব্রুয়ারি, রাত ১১:৫৯ ঘটিকা।
অনুষ্ঠানসূচীঃ
সকাল ১০:০০ টা – সূচনাপর্ব ও টিশার্ট বিতরণ।
সকাল ১০:৩০ টা থেকে ১২:৩০ টা – সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা।
১২:৩০ টা থেকে ০২:০০ টা – জুম’আর নামাজের বিরতি
০২:০০ টা থেকে ০৩:০০ টা – দুপুরের খাবার
০৩:০০ টা থেকে ০৪:৩০ টা – প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আসরের নামাজের বিরতি।
০৪:৩০ টা থেকে ০৫:৩০টা – বিকালের নাস্তা, ফটোসেশন, পুরুষ্কার বিতরণ ও সমাপনী পর্ব।
অনুষ্টানের সকল গুরুত্বপূর্ণ আপডেট যথাসময়ে এই গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আপনার সাথে যোগাযোগ রয়েছে এমন সবাইকে এই গ্রুপে যুক্ত করে দিন এবং সকলেই উল্লেখিত গুগল ফর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
মোঃ মিরাজ আহমেদ
প্রিন্সিপাল (ইন-চার্জ)
আইবিআইটি, সিলেট।
০১৭১৫৬৪২৬১০, ০১৩২৪২৯৯৩০৯