আসসালামু আলাইকুম।
আইবিআইটি, সিলেট -এর উদ্যোগে প্রাত্তন সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পুণর্মিলনী ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান – ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে । আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ “এসো মিলি বন্ধুত্বের আহ্বানে”
জীবনের তাগিদে, সময়ের স্রোতে বন্ধুরা আজ কেউই কাছাকাছি নেই। প্রকৃতির খুব স্বাভাবিক নিয়মে আমাদের যোগাযোগ নেই বললেই চলে। অথচ, আমরাই একসময় আমাদের প্রিয় বন্ধুদের সাথে কলেজের দিনগুলোতে, ক্লাসের ফাঁকে কত আনন্দ করেছি, আড্ডা দিয়েছি তার ইয়ত্তা নেই। আজ সেসব যেন শুধুই স্মৃতি। আমাদের সেই স্মৃতিকে আরোও একবার তাজা করে তুলতে, কলেজ জীবনের সেই রঙ্গীন মুহুর্তগুলোকে আরোও একবার সজীব করে তুলতে আইবিআইটি, সিলেট আয়োজন করতে যাচ্ছে প্রাত্তন সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পুণর্মিলনী উৎসব “এসো মিলি বন্ধুত্বের আহ্বানে”। জীবনের সকল ব্যাস্ততাকে পেছনে ফেলে, ইট পাথর আর কোলাহলের এই যান্ত্রিক শহর ছেড়ে আমরা ফিরে যাবো আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাসে। আমাদের প্রিয় সেই কলেজের ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে আমরা আবারো হারিয়ে যাবো আমাদের পুরোনো দিনে, আমাদের বন্ধু এবং আমাদের প্রিয় শিক্ষকদের কাছে। প্রাণের টানে সকল বন্ধুদেরকে আরোও একবার নিজেদের বুকে টেনে নিতে এই মিলনমেলার উৎসবে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।
অনুষ্ঠানের সকল গুরুত্বপূর্ণ আপডেট যথাসময়ে Whatsapp গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আপনার সাথে যোগাযোগ রয়েছে এমন সবাইকে গ্রুপে যুক্ত করে দিন এবং সকলেই রেজিষ্ট্রেশন করে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
ধন্যবাদ।
মোঃ মিরাজ আহমেদ
প্রিন্সিপাল (ইন-চার্জ)
আইবিআইটি, সিলেট।
যোগাযোগঃ ০১৭১৫৬৪২৬১০
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি (আইবিআইটি), নেওয়া কর্ণার ৩য়, ৪র্থ ও ৫ম তলা, হুমায়ুন রশিদ চত্তর, সিলেট।
+৮৮০১৯৬৪০০০০৬৭
+৮৮০১৯৬৪০০০০৬৮
info@ibitsylhet.edu.bd
ibitsylhet2012@gmail.com
© ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি, সিলেট কর্তৃক সংরক্ষিত।
Website Design and Developed by I ICTSYLHET.COM